ভিডিও

রাজশাহী নগরীতে জুয়ার  আসর থেকে ৬ জন গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৫:৩২ বিকাল
আপডেট: মার্চ ১৪, ২০২৪, ০৫:৩২ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি এলাকায় অভিযান চালিয়ে নগদ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার পুলিশ। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফরিদ হোসেন (২৬), আরমান শেখ (২৫), মাইফুল শেখ (৪৭), মোরাদ শেখ (৪০), তাজুল ইসলাম রবিন (২৪) ও আলীম জামান রিগেন (২৪)। তারা সকলেই বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ও তাস উদ্ধার হয়।
আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামল দায়েরের পর বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS